জাতীয়

জাতীয়

স্কিল জবসের আইটি জব ফেয়ারে দুই শতাধিক চাকরির সুযোগ

ড্যাফোডিল পরিবারের অধিভুক্ত অনলাইন জব পোর্টাল এবং অনলাইনে চাকরি খোঁজার প্রতিষ্ঠান ও রিক্রুটমেন্ট সল্যুশন প্রোভাইডার স্কিল জবস আজ ২৬ জানুয়ারি ২০২৪ তারিখে ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় ‘আইটি জব ফেয়ার-২০২৪’ আয়োজন করে। উক্ত জব ফেয়ারে দুই শতাধিক চাকরির সুযোগ নিয়ে দেশের স্বনামধন্য ২০টি আইটি কোম্পানি অংশগ্রহণ করেছে। এইজব ফেয়রের মূল লক্ষ্য ছিল চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করা। ফেয়ারটিতে প্রায় এক হাজারেরও বেশি তথ্যপ্রযুক্তির জ্ঞানসম্পন্ন চাকরি প্রার্থী অংশগ্রহণ করেন এবং অংশগ্রহনকৃত কোম্পানিগুলোর বিভিন্ন পদে সরাসরি আবেদন করেন। তাছাড়া, অনেক কোম্পানি ফেয়ার চলাকালীন সময়ে স্পট ইন্টারভিউয়ের মাধ্যমে তাদের প্রয়োজনীয় প্রার্থী নির্বাচন করেন।

জব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল ফ্যামিলি এবং স্কিল জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘আইটি সেক্টর বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। এই সেক্টরে চাকরির সুযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই জব ফেয়ারের মাধ্যমে আমরা চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীদের মধ্যে সেতুবন্ধন স্থাপন করতে চাই। আমরা আশা করি, এই জব ফেয়ারটি উভয় পক্ষের জন্যই একটি সুবিধাজনক প্ল্যাটফর্ম হবে।’

জব ফেয়ারে সিভি সাবমিশন এবং স্পট রিক্রুটমেন্টের পাশাপাশি অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের জন্য ছিল আইটি সেক্টরে ক্যারিয়ার গঠন বিষয়ক তিনটি ওয়াার্কশপ এবং দুটি প্লেনারি সেশন। ‘এন্ট্রাপ্রেনিউরশীপ ই টেক : লাঞ্চিং ইউর স্টার্টআপ জার্নি’ ও ‘ক্যারিয়ার এক্রিডিটেশন ইন আইটি : স্ট্র্যাটিডিজ ফর গ্রোথ’ এই সেশনগুলোতে বাংলাদেশের আইটি সেক্টরের শীর্ষস্থানীয় উদ্যোক্তা ও মেন্টররা অংশগ্রহণ করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক পাস করা চাকরিপ্রার্থী এবং অভিজ্ঞ চাকরি প্রার্থীরাও মেলায় এসেছেন নতুন চাকির খুঁজতে।

স্কিল জবসের এই আইটি জব ফেয়াারটি চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা তাদের লক্ষ্য অর্জনে সহায়তা পাবে বলে আশা করা হচ্ছে।

ড্যাফোডিল পরিবারের অধিভুক্ত অনলাইন জব পোর্টাল এবং অনলাইনে চাকরি খোঁজার প্রতিষ্ঠান ও রিক্রুটমেন্ট সল্যুশন প্রোভাইডার স্কিল জবস আয়োজিত ‘আইটি জব ফেয়ার ২০২৪’ এ ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান ও ড্যাফোডিল পরিবার ও স্কিল জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামানসহ প্যানেল আলোচক ও অংশগ্রহণকারীবৃন্দ

এই অনুষ্ঠানের সহযোগী পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউ আইটি), প্রথম আলো, টি কে গ্রুপ এবং প্রিমিয়াম হোমস লিমিটেড।

বিষয়:
পরবর্তী খবর

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন

নির্বাহী আদেশে জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করেছে সরকার।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গ-সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়।

এর আগে গত সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে ১৪ দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়।

পরের দিন মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী, চার সচিব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও জামায়াত-শিবিরকে নিষিদ্ধের বিষয়টি উঠে আসে। এ নিয়ে জামায়াতে ইসলামকে দ্বিতীয়বার নিষিদ্ধ করা হলো। এর আগে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা এ দলকে ১৯৭২ সালে নিষিদ্ধ করা হয়েছিল ‘রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহারের’ কারণে। আর এবার দলটিকে নিষিদ্ধ করা হলো জন নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে।

পরবর্তী খবর

ঈদুল আজহা ১৭ই জুন

বাংলাদেশে আগামী ১৭ই জুন (সোমবার) পবিত্র ঈদুল আজহা পালিত হবে। বাংলাদেশের আকাশে শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ তথ্য জানানো হয়। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

হিজরি বর্ষপঞ্জি অনুসারে ১০ জিলহজ মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করা হয়। এদিন সারা দেশে মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহের আশায় ঈদের জামাত শেষে পশু কোরবানি করেন।

এদিকে, সৌদি আরবের আকাশেও স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ১৬ জুন (১০ জিলহজ) সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত