অর্থ ও বাণিজ্য

অর্থ ও বাণিজ্য

আমার দেশকে বিশ্বের কাছে সৃজনশীল হিসেবে পরিচিতি করাতে চাই : মাহবুবা করিম

দেশের বড় অংশের মানুষ যখন নিজের দেশের পণ্যে আস্থা না রেখে বিদেশী পণ্যকেই মানসম্পন্ন মনে করে সেদিকে ঝোঁকে তখন কিছু মানুষ নিজের দেশের পণ্যকে নিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের পণ্য যে গুণে মানে এবং নান্দনিকতায় অনেক এগিয়ে, এই বার্তা পৌঁছে দিচ্ছেন মানুষের ঘরে ঘরে। দেশের পণ্য ব্যবহার করলে দেশ এগিয়ে যায়, দেশের অর্থনীতি শক্তিশালী হয়, এই দায় নিয়ে কাজ করছেন অনেক মানুষ। মাহবুবা করিম এমনই একজন উদ্যোক্তা যিনি গ্রাহকের চাহিদা পূরণে দেশী পণ্যে নান্দনিক হ্যান্ডপেইন্ট এবং উডব্লক নকশা করে পৌঁছে দিচ্ছেন গ্রাহকের ঘর পর্যন্ত।

রোজকার খবরের বিশেষ প্রতিনিধি ফারজানা জিতু কথা বলেছেন মাহবুবা করিমের সাথে। তার উদ্যোগ, ভবিষ্যৎ পরিকল্পনা, দেশের অর্থনীতিতে অবদান রাখা ইত্যাদি নানান বিষয়ে কথা বলেছেন তারা।

উদ্যোক্তাদের জীবন, কর্ম ও ভাবনা নিয়ে আমাদের বিশেষ আয়োজনের অংশ হিসেবে পাঠকের জন্য আজ থাকছে রোজকার খবরের সাথে সফল উদ্যোক্তা মাহবুবার আলাপচারিতার প্রধান প্রধান অংশ।

রোজকার খবর : আপনার উদ্যোগ বিষয়ে বলুন।

মাহবুবা : আমার উদ্যোগের নাম Paint by Fozi. শুরুটা অনলাইনে হলেও বর্তমানে মোহাম্মদপুরে আমার একটি আউটলেট আছে। আমার উদ্যোগের কাজের বিষয় দেশীয় পণ্য নিয়ে। মাধ্যম হ্যান্ডপেইন্ট ও উডব্লক। শুরুর দিকে সব কাজ আমি নিজে করলেও পণ্যের বিভিন্নতা ও চাহিদা বাড়ায় এখন কিছু কাজ কর্মী দিয়ে করিয়ে থাকি।

রোজকার খবর : কেনো আপনি উদ্যোক্তা হলেন?

মাহবুবা : ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল নিজে একটা কিছু করব। আর সেটা অবশ্যই সৃষ্টিশীল কিছু। বড় হয়ে মনে হলো উদ্যোক্তা কথাটা খুব যায় আমার চাওয়ার সাথে। তাছাড়া আমার এই কাজ দিয়ে আমি নিজে যেমন সাবলম্বী হতে পারি, অন্যদেরকেও সাবলম্বী হতে উৎসাহিত করতে পারব। এই ভাবনাগুলো থেকেই উদ্যোক্তা হয়ে ওঠা।

রোজকার খবর : ছোটবেলা থেকে আপনার নির্দিষ্টভাবে কি কিছু হওয়ার করার ইচ্ছা ছিল? সে ইচ্ছা কি পূরণ হয়েছে?

মাহবুবা : ছোটবেলা থেকে যেটাই হতে চেয়েছিলাম তার পিছনে দুটো জিনিস কাজ করত। এক ভালোবাসা, দুই চ্যালেঞ্জিং ও সৃজনশীল কিছু করা। সে ইচ্ছে শতভাগ পূর্ণ হয়েছে। কারণ উদ্যোক্তা শব্দটি বিশ্লেষণ করলে এসব কিছুই আমরা পাই।

রোজকার খবর : আপনার উদ্যোক্তা হওয়ার পেছনে পারিবারিক সমর্থন এবং সহযোগিতা কেমন ছিল?

মাহবুবা : একদম ছিল না। আর এই বাধাগুলোই আমি অনুপ্রেরণা ও এগিয়ে যাওয়ার শক্তি হিসেবে নিয়েছি‌।

রোজকার খবর : উদ্যোক্তা হয়ে ওঠার পথে প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ কী ছিল? সেসব মোকাবেলা করেছেন কিভাবে?

মাহবুবা : উদ্যোক্তা জীবন ঝুঁকিপূর্ণ। কেননা মাস গেলে কোন নির্দিষ্ট অংক এখানে আশা করা যায় না। তারপর আরও যে বিষয়গুলো আমার জন্য চ্যালেঞ্জিং তা হলো- দেশীয় পণ্যের ইন্ডাস্ট্রি এতটা ব্যাপকভাবে বৃদ্ধি পায়নি আর বাজারটাও খুব সীমিত। পাশের দেশ ইন্ডিয়া এ জায়গায় আমাদের থেকে অনেক এগিয়ে গেছে। দেশীয় পণ্য কালেক্ট করা ও সুলভ মূল্যে দেওয়াটা তাই অনেকটা চ্যালেঞ্জিং। সবাই মিলে এক হয়ে কাজ করলে এই অবস্থান থেকে ভালো কিছু করা সম্ভব। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি সমমনা কিছু সহযোগী উদ্যোক্তাদের নিয়ে এক হয়ে কাজ করতে।

রোজকার খবর : আজকে আপনি যতটা সফল এর পেছনে ব্যর্থতার গল্প আছে কি? থাকলে সেসব জানতে চাই। ব্যর্থতাগুলো থেকে আপনার উপলব্ধি বা শিক্ষা কী ছিল? কিভাবে সেই ব্যর্থতাকে অতিক্রম করে আজকের সফলতায় পৌঁছেছেন।

মাহবুবা : আমি মনে করি, Failure is the key to success. অবশ্যই জীবনে ব্যর্থতা আসে, আবার সফলতাও আসে। এটা একটা চলমান প্রক্রিয়া। উদ্যোগ শুরু করলে বা যেকোন কাজেই এটি ধ্রুব সত্য। তাই ব্যর্থতা আসলে যত দ্রুত সম্ভব তার কারণ খুঁজে সমাধানের পথে হাঁটাই একজন সফল, সুখী ও বুদ্ধিমান মানুষের কাজ বলে আমি মনে করি।

রোজকার খবর : পড়াশোনা করে চাকরি খোঁজা তরুণদেরকে উদ্যোক্তা হতে আপনি কতটা উৎসাহিত করবেন বা করেন?

মাহবুবা : চাকরি খোঁজার জন্য চেষ্টা করা তরুণদের আমি বলব, চাকরিতে মনোযোগী হতে এবং সেভাবে নিজেকে তৈরি করতে। কারণ যে চাকরি করার মন-মানসিকতা রাখে সে কখনও উদ্যোক্তা হতে পারে না।

রোজকার খবর : নতুন যারা উদ্যোক্তা হতে চায় তাদের কী কী বিষয়ে প্রস্তুতি নিয়ে শুরু করা উচিত? নতুনদের জন্য আপনার পরামর্শ কী?

মাহবুবা : উদ্যোক্তা হতে হলে যত কম বয়স থেকে শুরু করা যায় ততই ভালো বলে আমি মনে করি। কোন কাজ শুরু করার আগে উচিত ঐ কাজটি নিয়ে যতটা সম্ভব জেনে-বুঝে তারপর আগানো। দক্ষ মানুষ অবশ্যই সফল হবে। তাই যদি মন থেকে এই উত্তর বার বার আসে যে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তবে আগে নিজেকে তৈরি করুন।

রোজকার খবর : আপনি উদ্যোক্তা হয়ে নিজেকে তো প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু আপনার এই উদ্যোগ বা কার্যক্রম দেশের বা সমাজের জন্য কী ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন?

মাহবুবা : আমি নিজে একজন গৃহিণী থেকে উদ্যোক্তা হয়েছি। এর মাধ্যমে সমাজে একটি বিষয় আমি প্রতিষ্ঠিত করতে পেরেছি যে, চাইলে যে কেউ যে কোন অবস্থান থেকে সাবলম্বী হতে পারেন। নিজের একটি পরিচয় তৈরি করতে পারেন। আর আমার উদ্যোগের মাধ্যমে দেশীয় পণ্যের আরও প্রচার ও নতুন গ্রাহক তৈরি হচ্ছে। মানুষ দেশীয় পণ্যকে নতুনভাবে দেখছেন। সেই সাথে কিছু মানুষের আর্থিক সহায়তা ও কর্মসংস্থান তৈরি হচ্ছে। আমি মনে করি, এভাবে সমাজে ও রাষ্ট্রীয়ভাবে আমার উদ্যোগ কিছুটা হলেও পজিটিভ একটি পরিবর্তনে অবদান রাখতে পারছে।

রোজকার খবর : নিজেকে এবং নিজের উদ্যোগকে ভবিষ্যতে কোন অবস্থানে নিয়ে যেতে চান? সে লক্ষ্যে আপনার পরিকল্পনা কী?

মাহবুবা : আমি মনে করি, মানুষ পরিবর্তনশীল। তাই পরিবর্তনের সাথে নিজেকে ঢেলে সাজাতে অনেক কিছুই শিখতে হয়। আর এভাবেই কাজেও নতুন নতুন পরিকল্পনা যোগ হয়। তাই সময়ের সাথে সবসময়ই টিকে থাকতে চাই আর নিজ পণ্যকে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পরিচিত ও জনপ্রিয় করাই ভবিষ্যত পরিকল্পনা।

রোজকার খবর : বাংলাদেশের জন্য কী করতে চান বা কিভাবে অবদান রাখতে চান?

মাহবুবা : আমার কাজ যেহেতু দেশীয় পণ্য নিয়ে, তাই এটিকে আন্তর্জাতিক একটা পর্যায়ে গ্রহণযোগ্য করে তোলার মাধ্যমে দেশকে একটা সম্মান ও ভালোবাসার জায়গায় তুলে ধরাটাই আমার আশা ও ইচ্ছা। আমি আমার দেশকে বিশ্বের কাছে খুব সুন্দর ও নান্দনিক সৃজনশীল কিছু মানুষের দেশ হিসেবে পরিচিতি করাতে চাই। আমি চাই আমার প্রতিটি কাজের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের মানুষের কাছে ভালোলাগার একটা জায়গায় স্থাপন করতে। আমার দেশের প্রাকৃতিক সৌন্দর্য আরও মানুষের কাছে পৌঁছে যাক। আমার দেশের মানসম্মত কাপড় ও পণ্য বিশ্ব বাজারে একটা পাকাপোক্ত অবস্থান করে নিক।

রোজকার খবর : রোজকার খবরের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনার স্বপ্ন এবং উদ্যোগের সফলতার মধ্য দিয়ে দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখুন সেই কামনা করি।  ভালো থাকবেন।

মাহবুবা : আপনাকে সবশেষে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাকে নিজ উদ্যোগ ও ভাবনা নিয়ে বলার সুযোগ তৈরি করে দেবার জন্য।

বিষয়:
পরবর্তী খবর

নারী এগিয়ে গেলে সমাজ এগিয়ে যাবে : শারমিন সুলতানা

হোমমেইড আচার ব্র্যান্ড ‘পুত্রবধূ’র প্রতিষ্ঠাতা শারমিন সুলতানা একজন সাহসী ও আত্মপ্রত্যয়ী নারী। তার এই উদ্যোগের পেছনে রয়েছে অনুপ্রেরণাদায়ী এক গল্প।

রোজকার খবরের বিশেষ প্রতিনিধি ফারজানা জিতুর কাছে নিজের উদ্যোক্তা জীবনের গল্প বলেছেন শারমিন। জানিয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনা ও নানা ভাবনা। উদ্যোক্তাদের জীবন ও ভাবনা নিয়ে শিল্পপুরাণআরশিনগরের সৌজন্যে রোজকার খবরের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে আজ প্রকাশিত হল এই বিশেষ প্রতিবেদন।

শারমিনের উদ্যোগের নাম ‘পুত্রবধূ’ দেওয়ার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। বিয়ের পর তিনি যখন তার উদ্যোক্তা জীবন শুরু করেন, তখন তিনি ছিলেন তার শ্বশুরবাড়ির একমাত্র পুত্রবধূ। এই বিষয়টি মাথায় রেখেই তিনি তার ব্র্যান্ডের নাম দেন ‘পুত্রবধূ’। গত সাড়ে তিন বছর ধরে অনলাইনে সুনামের সঙ্গে হোমমেইড আচার বিক্রি করছে ‘পুত্রবধূ’।

শারমিন বেড়ে উঠেছেন গ্রামের মুক্ত পরিবেশে। কিন্তু ২০২০ সালে করোনাকালে বিয়ে হয়ে ঢাকায় এসে তাকে একটি নতুন জীবনের মুখোমুখি হতে হয়। শহুরে জীবনের সাথে মানিয়ে নিতে এবং সেই সময়কার মৃত্যু ও অনিশ্চয়তার সংবাদ দেখে তিনি ক্রমশ হতাশাগ্রস্ত হয়ে পড়েন। কাজের অভাব এবং অবসর সময় ফেসবুকে কাটিয়ে তার মন আরও ভারাক্রান্ত হয়ে উঠছিল।

তখনই তার স্বামী তাকে অনলাইন বিজনেস শুরুর প্রস্তাব দেন। শারমিন গ্রামে থাকতে আচার বানাতে ভালোবাসতেন। সেই ভালোবাসা থেকেই তিনি তার উদ্যোক্তা জীবনের যাত্রা শুরু করেন।

উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে শারমিনের স্বামী এবং শ্বশুরের পূর্ণ সমর্থন ছিল। তবে শাশুড়ি এবং বাবার বাড়ির লোকজন তাকে নিয়ে সন্দিহান ছিলেন। শাশুড়ি বলতেন, “তুমি আমার একমাত্র বউমা। তুমি আচার সেল করবা, সমাজের লোকজন তো হাসবে।” অন্যদিকে, তার বাবা চেয়েছিলেন তিনি পড়াশোনা শেষ করে সরকারি চাকরি করুন।

তবে শারমিন ও তার স্বামী পরিবারের সবাইকে অনলাইন ব্যবসার গ্রহণযোগ্যতা বোঝাতে সক্ষম হন। আজ সেই শাশুড়ি এবং বাবার বাড়ির লোকজনও তার কাজে গর্ববোধ করেন এবং তাকে সমর্থন করেন।

শারমিনের জন্য পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ব্যবসা শুরু করা সহজ ছিল না। কিন্তু তার স্বামীর অকুণ্ঠ সমর্থন ও পরামর্শ তাকে এই পথচলায় আত্মবিশ্বাসী করে তুলেছে। পেজ খোলা থেকে শুরু করে কাস্টমারদের সাথে যোগাযোগ, প্যাকেজিং– এসব বিষয়ে তার স্বামী তাকে হাতে-কলমে শিখিয়েছেন।

শারমিন মনে করেন, চাকরির আশায় বসে না থেকে স্টুডেন্ট লাইফ থেকেই ছোট পরিসরে কাজ শুরু করা উচিত। তিনি নতুন উদ্যোক্তাদের প্রতি বলেন, ব্যবসা শুরু করতে বড় মূলধনের প্রয়োজন নেই। রিসেলার হিসাবে শূন্য পুঁজি দিয়ে শুরু করেও সফল হওয়া সম্ভব। পরবর্তীতে সেই লাভ থেকে নিজস্ব উদ্যোগ শুরু করা যেতে পারে।

শারমিনের স্বপ্ন, তার ‘পুত্রবধূ’ ব্র্যান্ডটি শুধু দেশের ৬৪ জেলাতেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও সুনাম অর্জন করুক। তিনি চান দেশের নারীরা আত্মনির্ভরশীল হয়ে উঠুক। প্রয়োজনে তিনি তাদের আচার বানানোর কৌশল শিখিয়ে সাহায্য করতে প্রস্তুত।

শারমিন সুলতানার গল্প একটি প্রমাণ যে, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং পরিবারের সমর্থন থাকলে যে কেউ সফল হতে পারে। তার মতো নারীরা বাংলাদেশে উদ্যোক্তা আন্দোলনের পথিকৃৎ। শারমিন বিশ্বাস করেন, নারীরা এগিয়ে গেলে সমাজ আরও এগিয়ে যাবে।

 

 

পরবর্তী খবর

জেসিআই ঢাকা পাইওনিয়ারের লোকাল প্রেসিডেন্ট হলেন মো. তাসদীখ হাবীব

জেসিআই ঢাকা পাইওনিয়ারে নতুন বছরের লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মো. তাসদীখ হাবীব।

সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এসকর্ট প্লেসে অনুষ্ঠিত জেসিআই ঢাকা পাইওনিয়ারের চতুর্থ জেনারেল মেম্বারশিপ মিটিং (জিএমএম) এবং জেনারেল অ্যাসেম্বলিতে তার নাম ঘোষণা করা হয়। মিটিংয়ে ইলেকশন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ২০২৩ সালের প্রেসিডেন্ট আল শাহারিয়ার।

অনুষ্ঠানে জেসিআই ঢাকা পাইওনিয়ারের ফাউন্ডিং প্রেসিডেন্ট ইলিয়াস মোল্লা, ২০২৩ সালের প্রেসিডেন্ট আল শাহারিয়ার, ২০২৪ সালের প্রেসিডেন্ট ফিলকুল আহমেদ, ২০২৪ সালের মেন্টর এবং ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ফজলে মুনিব এবং ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ সহ বিভিন্ন চ্যাপ্টারের এলপিরা উপস্থিত ছিলেন।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. তৌহিদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট নূরুন নবী হাসান, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ উসওয়াত ইমাম, সেক্রেটারি জেনারেল মো. শরিফুল ইসলাম, জেনারেল লিগাল কাউন্সিল মোহতারিমা রহমান, ট্রেজারার পারভেজ, ডিজিটাল কমিটি চেয়ার আপেল মাহমুদ রিয়াদ, পিআর ও মিডিয়া কমিটি চেয়ার জোবায়ের ইসলাম, ডিরেক্টর দাবিরুল ইসলাম দীপু, ডিরেক্টর আরিফুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে ২০২৫ সালের নতুন বোর্ডের সদস্যরা শপথ গ্রহণ করেন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. তাসদীখ হাবীব বলেন, “আমি পাইওনিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। নতুন সদস্য সংগ্রহ এবং সক্রিয় সদস্যের অংশগ্রহণ বাড়ানোই হবে আমাদের অগ্রাধিকার।”

বিদায়ী প্রেসিডেন্ট ফিলকুল আহমেদ নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমার মেয়াদকালে পাইওনিয়ারের সঙ্গে কাজ করা একটি অসাধারণ অভিজ্ঞতা ছিল। আমরা এই বছর অনেক কিছু অর্জন করেছি, যা নতুন নেতৃত্বের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। আমি বিশ্বাস করি, তারা আমাদের অর্জনকে আরও বড় সাফল্যে রূপান্তর করবে।”

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত