বিনোদন

বিনোদন

আইটেম গানে নাচলেন ফারিণ

আলো ঝলমলে মঞ্চে সুন্দরী এক তরুণী কোমর দুলাচ্ছেন। পরনে তার স্লিভলেস কালো পোশাক, টানা টানা চোখে কাজল আর হাত ভর্তি চুড়ি। একপর্যায় এই আইটেম গার্লের মুখে শোনা যায় একটি গান। আর সেই গানের তালে তালে ভিন্ন ভিন্ন অঙ্গভঙ্গিতে নাচতেও দেখা যায় সেই তরুণীকে।

সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের এমনই একটি গান প্রকাশ পেয়েছে অন্তর্জালে। ফারিণের নাচের ফাঁকে ফাঁকে ভিডিওতে অভিনেতা তৌসিফ মাহবুবকেও দেখা গেছে। একটা চেয়ারে বসে তিনি মনোযোগ সহকারে ফারিণের নাচ উপভোগ করছিলেন।

টিভি নাটক দিয়েই পরিচিতি তাসনিয়া ফারিণের। এরপর ওটিটি কনটেন্ট ও সিনেমায় ব্যস্ততা বেড়েছে তার। ফলে এখন আর নাটকে প্রায় দেখাই যায় না তাকে। তবে বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে আবারও নাটক নিয়ে ফিরছেন তিনি। বিশেষ এ দিবস উপলক্ষে কয়েকটি নাটকে অভিনয় করেছেন ফারিণ, তার একটি ইমরাউল রাফাতের ‘আনারকলি’। এতে ফারিণের সঙ্গে রয়েছেন তৌসিফ মাহবুব।

আনারকলি নাটকে ‘লোকাল বয়’ শিরোনামের একটি গানে আইটেম গার্ল হয়ে হাজির হচ্ছেন ফারিণ। সাড়ে ৩ মিনিটের গানের পুরোটা সময় কোমর দুলিয়ে মাত করেছেন অভিনেত্রী। এর আগে এমনভাবে দেখা যায়নি তাকে।

জানা গেছে, সন্ধ্যা থেকে শুরু করে ভোররাত পর্যন্ত গানটির শুটিং করেছেন ফারিণ। ‘নাটকের গল্প ও চরিত্রের প্রয়োজনে গানটি ব্যবহৃত হয়েছে। আনারকলি নাটকে ফারিণকে দেখা যাবে ড্যান্সারের চরিত্রে। লোকাল বয় গানটি গেয়েছেন ‘নয়া দামান’ খ্যাত গায়িকা তোশিবা। সালাউদ্দিন সাগরের লেখা গানে সংগীতায়োজন করেছেন প্রীতম।

বিষয়:
পরবর্তী খবর

আনকাট সেন্সর পেয়েছে শাকিব-মিমির ‘তুফান’

আনকাট সেন্সর পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। বুধবার (৫ জুন) দুপুরে সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন সিনেমাটির সংশ্লিষ্টরা।

বিষয়টি নিশ্চত করেন সেন্সর বোর্ড সদস্য ও নির্মাতা কাজী হায়াত। এ প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলেন, ‘তুফান’ সিনেমা সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছে।

এছাড়া ‘তুফান’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেডের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, তুফান সিনেমা নিয়ে যে উন্মাদনা সাধারণ দর্শক, হল মালিকদের মধ্যে এটা আশার সঞ্চার করে।

আমি ধন্যবাদ জানতে চাই সেন্সর বোর্ডকে। সেইসঙ্গে বোর্ডের সকল মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা।

তুফান সিনেমায় শাকিব খানকে দেখা যাবে নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায়। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা।

আসন্ন ঈদে মুক্তি পাবে সিনেমাটি।

পরবর্তী খবর

অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন পরীমণি

ঢালিউডের আলোচিত সমালোচিত নায়িকা পরীমণি এবার আলোচনায় অনলাইন জুয়া কোম্পানি ক্রিকেক্স-এর শুভেচ্ছাদূত হয়ে। গত মার্চে শুভেচ্ছাদূত হিসেবে পরীমণির নাম ঘোষণা করে কোম্পানিটি।

গতকাল রবিবার (৩ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এবার ওই কোম্পানির একটি বিজ্ঞাপন পোস্ট করেন নায়িকা। সেখানে ওই জুয়ার ওয়েবসাইট ভিজিট করতে সবাইকে আমন্ত্রণ জানান পরীমণি।

দেড় মিনিটের ওই বিজ্ঞাপনে দেখা যায়, হলে বসে সিনেমা দেখছেন পরীমণি। এমন সময়ে তার মোবাইলে জুয়া কোম্পানি থেকে ১০ হাজার টাকা জেতার ম্যাসেজ আসে। আর তাতেই খুশিতে চিৎকার করে ওঠেন তিনি।

ফ্ল্যাশব্যাকে দেখা যায়, বাংলাদেশ–ভারত ম্যাচে রোহিত শর্মার আউটে আনন্দ করছেন পরীমণি। এরপর তাকে বলতে শোনা যায়, ‘একটু (কোম্পানির নাম) আনন্দে মেতে উঠেছিলাম। তুমিও পারো আমার মতো টিম বানিয়ে ম্যাচ প্রেডিক্ট করে জিতে নিতে নানা উপহার। ওয়েবসাইটে চলে যাও আর পেয়ে যাও আরও তথ্য।’

অবশ্য এটি কোনো জুয়া কোম্পানি কিনা সে প্রসঙ্গে গণমাধ্যম থেকে পরীমণির কাছে জানতে চাইলে বিরক্তি প্রকাশ করে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘কে বলেছে এটা জুয়া কোম্পানির ওয়েবসাইট? ভালো করে খোঁজ নিয়ে ফোন করুন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত