অর্থ ও বাণিজ্য

অর্থ ও বাণিজ্য

ভোমরা বন্দর হবে রাজস্ব আয়ের অন্যতম খাত

সরকারের রাজস্ব আয়ের ক্ষেত্রে দক্ষিণাঞ্চলের যেমন চিংড়ি মাছ, তেমনি সাতক্ষীরার ভোমরা বন্দর হবে রাজস্ব আয়ের আর একটি অন্যতম খাত। ভোমরা বন্দরের কাস্টমস হাউজসহ সকল কিছু প্রতিষ্ঠিত করতে দফায় দফায় কাজ সম্পন্ন হবে। উন্নত দেশের মতো বাংলাদেশ প্রযুক্তিতে যেভাবে এগিয়েছে সেটা লক্ষণীয়। প্রযুক্তির বদৌলতে দেশে কোন প্রকার অন্যায় বা দুর্নীতি করার সুযোগ নেই। ভোমরা বন্দর সংশ্লিষ্ট সকল সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তাহলে অতি দ্রুততার সহিত এই বন্দর একটি আধুনিক বন্দর হিসেবে রূপান্তরিত হবে। সুন্দরভাবে পরিচালিত হবে। কেউ কারো সম্মান নিয়ে টানাটানি করবে না।কেউ কারো প্রতি ক্ষতিসাধন করবে না। খুব শীঘ্রই এই বন্দরের সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হবে। বন্দর নিয়ে কোন নেগেটিভ নিউজ না করে বন্দরের সুফলগুলো প্রচার করতে হবে। তাহলে আমরা এই বন্দরকে দেশের শ্রেষ্ঠ বন্দরে রূপান্তরিত করতে পারবো। রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশন সভাকক্ষে সংগঠনটির উদ্যোগে সাতক্ষীরা-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন ও সাতক্ষীরা-৪ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এম আতাউল হক দোলনকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যরা এসব কথা বলেন।

সি এন্ড এফ এজেন্টস্ এসেসিয়েশনের (ভারপ্রাপ্ত) সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক।

সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ খান’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

নবনির্বাচিত সংসদ সদস্যরা তাদের বক্তব্যে আরও বলেন, ভোমরা বন্দর বাংলাদেশের সকল বন্দের মধ্যে সেরা বন্দর হিসেবে গড়ে তুলতে জেলার সকল সংসদ সদস্যরা একত্রিত হয়ে কাজ করবো। এই বন্দর প্রতিষ্ঠাতা স ম আলাউদ্দিন সাহেবের সুযোগ্য কন্যা লায়লা পারভীন সেঁজুতিও সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগ থেকে মনোনীত হয়েছেন। আমরা ৫ জন সংসদ সদস্য এক সাথে কাজ করবো। ভোমরা বন্দরে কর্মরত শ্রমিক ও লেবারদের সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে পাওনা বকেয়া টাকা আদায় করে দেওয়ার জন্য একসাথে কাজ করবো। সে জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। ভোমরা স্থলবন্দরের উন্নয়ন কল্পে এখানে একটি ফায়ার সার্ভিস স্টেশন, একটি পুলিশ ক্যাম্প ও আধুনিক হাসপাতাল নির্মাণে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে উপস্থাপন করবেন বলে তারা আশ্বাস দেন।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুন উর রশীদ, জিএম ফাতাহ, জেলা যুবলীগের আহ্বায়ক মো. মিজানুর রহমান, ভোমরা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ ওসি মাজরিহা হুসাইন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন সিএন্ডএফ-এর যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম আমির হামজা, বন্দর ব্যবসায়ী রোকসানা পারভীন, দীপংকর ঘোষ, মো. রফিকুল ইসলাম, মো. আবু মুসা,মো. শাহানুর ইসলাম শাহিনসহ বন্দর সংশ্লিষ্ট সকল সংগঠনের নেতৃবৃন্দ।

বিষয়:
পরবর্তী খবর

রাষ্ট্রদূতরা ঘুরে গেলেন চাঁপাইনবাবগঞ্জের আম বাগান

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে এসে আম বাগান ঘুরে গেলেন, ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্টদূতরা। রাষ্টদূতদের এ দেশের আম ও আম সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতেই এই ম্যাংগো ট্যুরের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে দেশের আম রপ্তানী আরো গতি পাবে বলে আশা সংশ্লিষ্টদের।

কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদের নেতৃত্বে অষ্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, স্পেন, সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশের দেশের রাষ্ট্রদূতরা বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কান্দবোনা গ্রামে একটি আম বাগান পরিদর্শন করেন।

এসময় তাদের সাথে ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ এমপি, কৃষিসচিব ওয়াহিদা আক্তার, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোঃ বখতিয়ারসহ কৃষি, বাণিজ্য ও পররাষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তরা।

এই ম্যাংগো ট্যুরের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো ট্যুরিজম ও দেশের আম রপ্তানীতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে মনে করছেন চাঁপাইনবাবগঞ্জের আম উদ্যোক্তরা।

পরবর্তী খবর

উদ্যোক্তাদের ‘দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ’ দিচ্ছে এন্টারপ্রাইজ বাংলাদেশ

এন্টারপ্রাইজ বাংলাদেশের আয়োজনে রাজধানীর টিকাটুলীতে অবস্থিত এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার মিলনায়তনে শুরু হয়েছে দুই দিন ব্যাপী ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের জন্যে দক্ষতা বৃদ্ধি এবং ঋণ প্রস্তুতি সংক্রান্ত প্রশিক্ষণ।

বুধবার (১২ জুন) সকালে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রথম ব্যাচে ২৫ জন উদ্যোক্তাকে সুযোগ দেওয়া হয়েছে। প্রথম দিন উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিকর্ণ কুমার ঘোষ।

প্রধান অতিথি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, বাংলাদেশের ৩০ লক্ষ শহীদের রক্তের ঋণ শোধ করতে হলে তাঁদের স্বপ্নটাকে বাস্তবায়নে কাজ করতে হবে। তাঁদের স্বপ্ন ছিল একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ। সেই লক্ষ্যে অসম্ভবকে সম্ভব করার সাহসীকতা নিয়ে কাজ করতে হবে। উদ্যোক্তাদের সেই সাহস আছে। তাদের সাহস, আত্মবিশ্বাস এবং প্রস্তুতি পারে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে। তিনি বলেন, যারা উদ্যোক্তা তারা ঝুঁকি নিতে জানে। ঝুঁকি নেওয়া ছাড়া বড় পরিবর্তন সম্ভব না। তাই চাকরিজীবীদের দিয়ে যে অগ্রগতি সম্ভব না, উদ্যোক্তাদের দিয়ে তা সম্ভব। বিকর্ণ কুমার ঘোষ উদ্যোক্তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ঘোষণা দেন।

প্রথম দিনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মডারেটর ও ঢাকা জেলা এম্বাসাডর হোসাইন আল মামুন এবং টার্টেল ভেঞ্চারের মেহেনাজ জামান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের জন্যে দক্ষতা বৃদ্ধি এবং ঋণ প্রস্তুতি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম তারা নিয়মিত পরিচালনা করবেন। প্রথম ব্যাচে এবার বাছাইকৃত পঁচিশজন উদ্যোক্তাকে সুযোগ দিতে পেরেছেন। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক উদ্যোক্তাকে এই প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তাদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ এবং লোন সংশ্লিষ্ট বিষয়গুলোকে সহজ করতে তারা কাজ করছেন।

এন্টারপ্রাইজ বাংলাদেশের এই আয়োজনে পার্টনার হিসেবে রয়েছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, টার্টেল ভেঞ্চার এবং দ্রুত লোন। আগামীকাল প্রথম ব্যাচের এই প্রশিক্ষণ শেষ হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত