খেলা

খেলা

যুক্তরাষ্ট্রের সাথে টি-টোয়েন্টি সিরিজ

বাংলাদেশ কি পারবে হোয়াইটওয়াশ এড়াতে?

যুক্তরাষ্ট্রের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ মাঠে নামবে চরম লজ্জার হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে!

আজ শনিবার (২৫ মে) রাত ৯টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনের প্রেইরি ভিউ কমপ্লেক্সে চলমান সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে টিম টাইগার্স।

চলতি সিরিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যাটিংয়ে ব্যর্থ টিম টাইগার্স। বিশেষ করে টপ অর্ডারের টানা ব্যর্থতা ভাবিয়ে তুলবে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টকে।

তবে শেষ ম্যাচেও সেই ব্যর্থ টপ অর্ডার নিয়েই নামার সম্ভাবনা বেশি বাংলাদেশের। সেকারণে তরুণ তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। তবে আরেক ব্যর্থতার বৃত্তে থাকা ওপেনার লিটনকেও দেখা যেতে পারে। তিনে নামবেন দলপতি নাজমুল হোসেন শান্ত।

মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের সঙ্গে থাকার কথা দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব ও মাহমুদউল্লার। লোয়ার মিডল অর্ডারে ফিনিশার ও উইকেটকিপারের ভূমিকায় থাকার কথা জাকের আলি অনিকের, তবে লিটনকে ‍সুযোগ দিলে আজকে টিম ম্যানেজমেন্ট বাজিয়ে দেখতে পারে অন্য কাউকে। সেক্ষেত্রে লিটনকে দেখা যেতে পারে উইকেটের পেছনে। লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গায় আজ সুযোগ দেওয়া হতে পারে তানভির ইসলামকে।

দুই বিশেষজ্ঞ স্পিনার সাকিব-তানভিরের সঙ্গে থাকতে পারেন ৩ পেসার তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ তামিম, সৌম্য সরকার/লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

পরবর্তী খবর

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ জিতেছে। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারার পর টানা জিতে চলেছিল ভারত। তবে বড় প্রতিপক্ষ হিসেবে হাজির হলেও বাংলাদেশ তার শক্তিশালী ব্যাটিং ও বোলিংয়ের মাধ্যমে ভারতের দাপটকে ভেঙে দিয়েছে। ফাইনালে বাংলাদেশ ১৯৮ রান তুলে ভারতকে ১৩৯ রানে গুটিয়ে দেয়।

বাংলাদেশের ইনিংসে শিহাব জেমস (৪০) ও রিজান হোসেন (৪৭)-এর গুরুত্বপূর্ণ ইনিংস ছিল। উইকেটকিপার ফরিদ হাসানও ৩৯ রান করে দলের স্কোর বাড়াতে সহায়তা করেন। বাংলাদেশ দলের পেসাররা, বিশেষ করে ইকবাল হোসেন ইমন (১৩ উইকেট) ও আল ফাহাদ (১২ উইকেট), পুরো টুর্নামেন্টে দাপট দেখিয়েছেন। ফাইনালে ইমন তিনটি উইকেট নিয়ে ভারতের ব্যাটিংয়ের ভিত গুঁড়িয়ে দেন।

ভারতের পক্ষে কোনো ব্যাটসম্যান ৩০ রান পেরোতে পারেননি। ১৩৯ রানেই ভারত শেষ হয়ে যায়।
এশিয়া কাপের ইতিহাসে এটি বাংলাদেশের দ্বিতীয় শিরোপা। গত বছর বাংলাদেশ প্রথমবারের মতো শিরোপা জিতেছিল।

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

জাঁকজকমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ইয়ং টাইগার্স অনূর্দ্ধ-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট-২৪-২৫ (বিভাগীয় পর্যায়) উদ্বোধন করা হয়। রোববার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, জেলা ক্রিকেট কোচ রোকনুজ্জামান রাহাত প্রমুখ।

উদ্বোধনী খেলায় পঞ্চগড় জেলা টিম জয়লাভ করে। ৫০ ওভারের খেলায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পঞ্চগড় টিম। ব্যাটিংয়ে লালমনিরহাট টিম ২০ ওভার ৩ বল খেলে ১০ উইকেটে ৫২ রান করে। জবাবে পঞ্চগড় জেলা টিম ১৭ ওভার ২ বল খেলেই ৩ উইকেটেই জয় নিশ্চিত করে ৭ উইকেটে জয়লাভ করে।

উল্লেখ্য, টুর্নামেন্টটি বিভাগীয় ২টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঠাকুরগাঁও ভেন্যুতে মোট ৪টি টিম অংশগ্রহণ করছে। টিমগুলো হলো পঞ্চগড়, লালমনিরহাট, দিনাজপুর ও নীলফামারী টিম। অপরদিকে লালমনিরহাট ভেন্যুতে ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম টিম অংশগ্রহণ করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত