বিনোদন

বিনোদন

মোশারফ, চঞ্চল এবং নিশোর অভিনয়ের ভক্ত স্বস্তিকা

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। গত ২০ জানুয়ারি শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে বাংলাদেশে আসেন এই অভিনেত্রী। এসেই এপার বাংলার তিন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম, চঞ্চল চৌধুরী এবং আফরান নিশোর প্রশংসায় পঞ্চমুখ হলেন স্বস্তিকা।

ঢালিউডে স্বস্তিকা প্রথম অভিনয় করেন ২০০৮ সালে।

‘সবার উপরে তুমি’ ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তারপরে আর কোনও ছবিতে স্বস্তিকা কাজ করেননি। তবে আবার হয়তো তাকে দেখা যাবে নতুন কোনও ছবিতে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্বস্তিকা জানান, ‘ওয়ান ইলেভন’ নামে একটি ছবিতে আফজাল হোসেনের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাকে।

এ বছরের মে মাসে বাংলাদেশে শুরু হবে সেই ছবির শুটিং। তবে বাংলাদেশের মাটিতে পা দিয়েই এখানকার গুণী অভিনেতাদের প্রতি তার ব্যক্তিগত ভাললাগা নিয়ে অকপটে কথা বলেন তিনি।

স্বস্তিকা বলেন, ‘মোশারফ করিম স্যার, চঞ্চল চৌধুরী এবং আফরান নিশোর অভিনয়ের ভক্ত আমি। তবে আফরানের প্রতি আমার একটু বাড়তি ভাললাগা রয়েছে। তার অভিনীত ‘সুড়ঙ্গ’ দুবার দেখেছি। এ ছাড়া ‘সিন্ডিকেট’, ‘কাইজার’-এও আফরানের অভিনয় আমায় মুগ্ধ করেছে। ‘

বিমানবন্দর থেকে আসার সময় রাস্তায় নিশোর বিজ্ঞাপনী হোর্ডিং দেখে নাকি গাড়ির মধ্যেই লাফিয়ে উঠেছিলেন তিনি। সেটাও জানিয়েছেন স্বস্তিকা।

বুধবার ঢাকা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে স্বস্তিকা অভিনীত ‘বিজয়ার পরে’ সিনেমাটি। তার আগে ঢাকা পৌঁছে ‘উইমেন ইন সিনেমা’-বিষয়ক একটি আলোচনায় অংশ নিয়েছিলেন স্বস্তিকা।

বিষয়:
পরবর্তী খবর

আনকাট সেন্সর পেয়েছে শাকিব-মিমির ‘তুফান’

আনকাট সেন্সর পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। বুধবার (৫ জুন) দুপুরে সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন সিনেমাটির সংশ্লিষ্টরা।

বিষয়টি নিশ্চত করেন সেন্সর বোর্ড সদস্য ও নির্মাতা কাজী হায়াত। এ প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলেন, ‘তুফান’ সিনেমা সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছে।

এছাড়া ‘তুফান’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেডের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, তুফান সিনেমা নিয়ে যে উন্মাদনা সাধারণ দর্শক, হল মালিকদের মধ্যে এটা আশার সঞ্চার করে।

আমি ধন্যবাদ জানতে চাই সেন্সর বোর্ডকে। সেইসঙ্গে বোর্ডের সকল মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা।

তুফান সিনেমায় শাকিব খানকে দেখা যাবে নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায়। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা।

আসন্ন ঈদে মুক্তি পাবে সিনেমাটি।

পরবর্তী খবর

অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন পরীমণি

ঢালিউডের আলোচিত সমালোচিত নায়িকা পরীমণি এবার আলোচনায় অনলাইন জুয়া কোম্পানি ক্রিকেক্স-এর শুভেচ্ছাদূত হয়ে। গত মার্চে শুভেচ্ছাদূত হিসেবে পরীমণির নাম ঘোষণা করে কোম্পানিটি।

গতকাল রবিবার (৩ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এবার ওই কোম্পানির একটি বিজ্ঞাপন পোস্ট করেন নায়িকা। সেখানে ওই জুয়ার ওয়েবসাইট ভিজিট করতে সবাইকে আমন্ত্রণ জানান পরীমণি।

দেড় মিনিটের ওই বিজ্ঞাপনে দেখা যায়, হলে বসে সিনেমা দেখছেন পরীমণি। এমন সময়ে তার মোবাইলে জুয়া কোম্পানি থেকে ১০ হাজার টাকা জেতার ম্যাসেজ আসে। আর তাতেই খুশিতে চিৎকার করে ওঠেন তিনি।

ফ্ল্যাশব্যাকে দেখা যায়, বাংলাদেশ–ভারত ম্যাচে রোহিত শর্মার আউটে আনন্দ করছেন পরীমণি। এরপর তাকে বলতে শোনা যায়, ‘একটু (কোম্পানির নাম) আনন্দে মেতে উঠেছিলাম। তুমিও পারো আমার মতো টিম বানিয়ে ম্যাচ প্রেডিক্ট করে জিতে নিতে নানা উপহার। ওয়েবসাইটে চলে যাও আর পেয়ে যাও আরও তথ্য।’

অবশ্য এটি কোনো জুয়া কোম্পানি কিনা সে প্রসঙ্গে গণমাধ্যম থেকে পরীমণির কাছে জানতে চাইলে বিরক্তি প্রকাশ করে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘কে বলেছে এটা জুয়া কোম্পানির ওয়েবসাইট? ভালো করে খোঁজ নিয়ে ফোন করুন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত