বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের কালিফোর্নিয়ার স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে ঘোষণা করা হয় ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়প্রাপ্তদের নাম।
এবার ২৩টি শাখায় মনোনয়ন ঘোষণা করেছে অস্কার কর্তৃপক্ষ। চলুন জেনে নিই উল্লেখযোগ্য বিভাগে কারা পেলেন এবারের অস্কার মনোনয়ন—
সেরা সিনেমা
আমেরিকান ফিকশন
অ্যানাটমি অব আ ফল
বার্বি
দ্য হোল্ডওভারস
কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন
মায়েস্ত্রো
ওপেনহেইমার
পাস্ট লাইভস
পুওর থিংস
দ্য জোন অব ইন্টারেস্ট
সেরা অভিনেতা
ব্র্যাডলি কুপার (মায়েস্ত্রো)
কোলম্যান ডোমিঙ্গো (রাস্টিন)
পল গিয়ামাট্টি (দ্য হোল্ডওভারস)
কিলিয়ান মারফি (ওপেনহেইমার)
জেফরে রাইট (আমেরিকান ফিকশন)
সেরা পার্শ্ব অভিনেতা
স্টার্লিং কে ব্রাউন (আমেরিকান ফিকশন)
রবার্ট ডি নিরো (কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন)
রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহেইমার)
রায়ান গসলিং (বার্বি)
মার্ক রাফালো (পুওর থিংস)
সেরা অভিনেত্রী
অ্যানেট বেনিং (নায়াড)
লিলি গ্ল্যাডস্টন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন)
সান্দ্রা হলার (অ্যানাটমি অব আ ফল)
কেরি ম্যালিগান (মায়েস্ত্রো)
এমা স্টোর (পুওর থিংস)
সেরা পার্শ্ব অভিনেত্রী
এমিলি ব্লান্ট (ওপেনহেইমার)
ড্যানিয়েল ব্রুকস (দ্য কালার পার্পল)
আমেরিকা ফেরেরা (বার্বি)
জোডি ফস্টার (নায়াড)
ডা’ভাইন জয় র্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)
সেরা পরিচালক
জাস্টিন ত্রিয়েত (অ্যানাটমি অব আ ফল)
মার্টিন স্করসেজি (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন)
ক্রিস্টোফার নোলান (ওপেনহেইমার)
ইয়োর্গস লান্থিমোস (পুওর থিংস)
জোনাথন গ্লেজার (দ্য জোন অব ইন্টারেস্ট)
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড)
আমেরিকান ফিকশন
বার্বি (গ্রেটা গারউইগ
ওপেনহেইমার
পুওর থিংস
দ্য জোন অব ইন্টারেস্ট
সেরা মৌলিক চিত্রনাট্য
অ্যানাটমি অব আ ফল
দ্য হোল্ডওভারস
মায়েস্ত্রো
মে ডিসেম্বর
পাস্ট লাইভস
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম
ইয়ো ক্যাপিটানো
পারফেক্ট ডেইজ
সোসাইটি অব দ্য স্নো
দ্য টিচারস লাউঞ্জ
দ্য জোন অব ইন্টারেস্ট
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম
দ্য বয় অ্যান্ড দ্য হেরন
এলিমেন্টাল
নিমোনা
রোবট ড্রিমস
স্পাইডারম্যান : অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স
সেরা মৌলিক গান
দ্য ফায়ার ইনসাইড- ফ্লেমিং হট (ডায়ান ওয়ারেন)
আই অ্যাম জাস্ট কেন- বার্বি (মার্ক রনসন, অ্যান্ড্রু ওয়াট)
ইট নেভার ওয়েন্ট অ্যাওয়ে- আমেরিকান সিম্ফনি (জন ব্যাটিস্ট, ড্যান উইলসন)
আ সং ফর মাই পিপল-কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন (স্কট জর্জ)
হোয়াট ওয়াজ আই মেইড ফর?– বার্বি (বিলি আইলিশ, ফিনিয়াস ও’কনেল)
বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই। রোববার (৫ জানুয়ারি) রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন তার ছোট ছেলে সিফাত ইসলাম।
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরও প্রবীর মিত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রবীর মিত্র আর আমাদের মাঝে নেই। অঞ্জনার পর তার মৃত্যু আমাদের আরও বিমর্ষ করে দিল।’
দাফন ও জানাজা
প্রবীর মিত্রের দাফন ও জানাজার বিষয়ে অভিনেতা মিশা সওদাগর জানান, রাতে তার মরদেহ ধানমন্ডির বাসায় রাখা হবে। পরদিন বাদ জোহর মরদেহ এফডিসিতে আনা হবে। সেখানে প্রথম জানাজা শেষে মরদেহ নেওয়া হবে চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। পরে প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া ইসলামও একই তথ্য নিশ্চিত করেছেন।
জীবনের শেষ দিনগুলো
৮১ বছর বয়সী প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন। অক্সিজেন স্বল্পতাসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে গত ২২ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৩ দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হয়।
প্রবীর মিত্রের জীবন ও ক্যারিয়ার
১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। স্কুলে পড়াকালীন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয়ের মাধ্যমে তার নাট্যযাত্রা শুরু হয়।
১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। যদিও এই চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। পরে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি দর্শকদের মাঝে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন।
উল্লেখযোগ্য চলচ্চিত্র
প্রবীর মিত্রের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, এবং ‘প্রতিজ্ঞা’।
বাংলাদেশের চলচ্চিত্র জগতে প্রবীর মিত্রের অবদান অমর হয়ে থাকবে। তার মৃত্যুতে শোকাহত পুরো বিনোদন জগৎ ও দর্শকসমাজ।
২০২১ সালে করোনার সময়ে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। করোনা শুরুর ঠিক পরপর যখন বক্স অফিসের বেহাল দশা, সেই সময়ে যেন হাল ফেরান আল্লু অর্জুন অভিনীত এই ছবি। সব মিলিয়ে আয়টা ৩’শ কোটি রুপির উপরে। তিন বছর পর ডিসেম্বর মাসের ৫ তারিখে প্রেক্ষাগৃহে এল ছবির দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’। মুক্তির দিন নজির গড়ল এই ছবি। হিন্দি ভাষার সব ছবিকে পেছনে ফেলে প্রথম ভারতীয় ছবি, যা প্রথম দিনেই আয় করল ১৭৫ কোটি রুপি।
তিন দিন পার হলো। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল অভিনীত পুষ্পা ২ বক্স অফিসে দুর্দান্ত ফল করছে। বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপি সংগ্রহ করে ফেলেছে সিনেমাটি।
তৃতীয় দিনে পুষ্পা ২-র বক্স অফিস কালেকশন
হিন্দুস্তান টাইমস অনুসারে, পুষ্পা ২: দ্য রুল ৪ ডিসেম্বর ভারতে প্রিমিয়ারের দিন ১০.৬৫ কোটি রুপি আয় করেছিল। ছবিটি প্রথম দিন বৃহস্পতিবার সংগ্রহ করে ১৬৪.৫ কোটি রুপি এবং প্রথম শুক্রবার ছবির আয় ছিল ৯৩.৮ কোটি রুপি। সংগ্রহ ৪২.৮৯% হ্রাস পেলেও, শুক্রবার ছবিটি ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছিল।
শনিবার, ছবিটি ভারতে আয় করেছে প্রায় ১১৫.৫৮ কোটি রুপি। আর এই তিন দিনের সংগ্রহকে জুড়লে পুষ্পা ২-এর সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ভারতের বাজারে ৩৮৩ কোটি রুপিতে।
রেকর্ড ভাঙল পুষ্পা ২: দ্য রুল
মুক্তির প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে পুষ্পা ২: দ্য রুল। এটি এসএস রাজামৌলির আরআরআরকে টপকে শীর্ষস্থান দখল করেছে এবং যে কোনও ভারতীয় চলচ্চিত্রের জন্য সবচেয়ে বড় উদ্বোধনের খেতাব পেয়েছে সুকুমারের পুষ্পা-২। রাম চরণ, জুনিয়র এনটিআর অভিনীত আরআরআর-এর প্রথম দিনে আয় ছিল ১৩৩ কোটি রুপি। সেখান থেকে অনেকেটাই এগিয়ে পুষ্পা ২। এ দিকে হিন্দি ভাষার ছবি হিসাবে এত দিন সর্বাধিক আয়ের মুকুট দখলে রেখেছিল শাহরুখ খানের ‘জওয়ান’। হিন্দি ভাষায় প্রথম দিনের নিরিখে এই ছবির আয় ছিল ৬৫.৫ কোটি। সে দিক থেকে কিছুটা এগিয়ে পুষ্পা ২।