স্বাস্থ্য

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় দেশে ৩৪ জন করোনা আক্রান্ত

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা র্পযন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩৪ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।

আজ এক তথ্যবিবরণীতে জানানো হয়, নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৮ দশমকি ৭০ শতাংশ। এ সময় ৩৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৮১ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৩০৩ জন।

বিষয়:
পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রাল ও লায়ন্স ক্লাব অব রাজশাহীর যৌথ উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত চক্ষু শিবিরে রোগীদের চিকিৎসা সেবা দেন রাজশাহী লায়ন্স আই হসপিটালের চিকিৎসরা। এতে সহযোগিতা করে বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা ও লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটন।

চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রাজশাহীর সাবেক প্রেসিডেন্ট ইফতিয়ার মাহমুদ বাবু, লায়ন মামুন অর রশিদ, লায়ন মুনজুর রহমান খান, লায়ন নুরুল ইসলাম, লায়ন জুলকার নাইন, রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রালের সাবেক সেক্রেটারি রোটারিয়ান আরিফুর রহমান সুমন ও লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটন ও চাঁপাইনবাবগঞ্জ স্কাউট সদস্যরা।

পরবর্তী খবর

পোরশায় পল্লী চিকিৎসক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) নওগাঁ জেলার সারাইগাছিতে পল্লী চিকিৎসকদের নিয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী চিকিৎসক মোঃ আনারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেরিটরী ম্যানেজার মোহাম্মদ সোহেল রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর. এস. এম মোহাম্মদ আহসান হাবীব।

অনুষ্ঠানের প্রধান অতিথি পল্লী চিকিৎসকদের বিভিন্ন ঔষধ সম্পর্কে আলোচনা করেন এবং ঔষধের গুণাগুণ,পার্শ্ব প্রতিক্রিয়া ও মাত্রা প্রয়োগ সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানে পল্লী চিকিৎসকদের কুপন ড্র করা হয়। র‌্যাফেল ড্রতে দুইজন চিকিৎসক বিজয়ী হন– একজন মোঃ আমিনুল ইসলাম, অপরজন মন্টু কুমার।

পরিশেষে আপ্যায়নের মধ্য দিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।

সর্বশেষ সর্বাধিক পঠিত