স্বাস্থ্য

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় দেশে ৩৪ জন করোনা আক্রান্ত

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা র্পযন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩৪ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।

আজ এক তথ্যবিবরণীতে জানানো হয়, নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৮ দশমকি ৭০ শতাংশ। এ সময় ৩৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৮১ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৩০৩ জন।

বিষয়:
পরবর্তী খবর

ঢাকা-দিল্লি সম্পর্কের মেঘ পরিষ্কার করতে চায় ভারত : রিজওয়ানা

৫ আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের আকাশে যে মেঘ তৈরি হয়েছে, তা পরিষ্কার করতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজওয়ানা বলেন, বৈঠকে ভারতীয় সচিব উল্লেখ করেছেন যে বাংলাদেশ-ভারত সম্পর্কের আকাশে যে মেঘ তৈরি হয়েছে, তা দূর করতে হবে।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমের একাংশের অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, ভারতের পররাষ্ট্র সচিব দাবি করেছেন যে ভারত সরকার এই অপপ্রচারের জন্য দায়ী নয় এবং অপপ্রচারও চালাচ্ছে না। ভারতীয় পক্ষের দাবি, তাদের সরকার প্রচারের মালিক নয়।

পরিবেশ উপদেষ্টা বাংলাদেশিদের ভারতীয় ভিসা দেওয়ার প্রসঙ্গে বলেন, বিক্রম মিশ্রি আশ্বস্ত করেছেন যে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসার সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে।

রিজওয়ানা বলেন, ভারত বাংলাদেশসহ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ইচ্ছুক।

তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত থেকে যে বক্তব্য দিচ্ছেন, সে বিষয়ে ঢাকা ভারতীয় প্রতিনিধিদের কাছে স্পষ্টভাবে উদ্বেগ প্রকাশ করেছে।

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রাল ও লায়ন্স ক্লাব অব রাজশাহীর যৌথ উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত চক্ষু শিবিরে রোগীদের চিকিৎসা সেবা দেন রাজশাহী লায়ন্স আই হসপিটালের চিকিৎসরা। এতে সহযোগিতা করে বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা ও লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটন।

চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রাজশাহীর সাবেক প্রেসিডেন্ট ইফতিয়ার মাহমুদ বাবু, লায়ন মামুন অর রশিদ, লায়ন মুনজুর রহমান খান, লায়ন নুরুল ইসলাম, লায়ন জুলকার নাইন, রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রালের সাবেক সেক্রেটারি রোটারিয়ান আরিফুর রহমান সুমন ও লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটন ও চাঁপাইনবাবগঞ্জ স্কাউট সদস্যরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত