আগামী মাসে ঘরের মাঠে শুরু হতে যাওয়া শ্রীলংকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। সিরিজে দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং বাদ পড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
গেল বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে এবং চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে শ্রীলংকার বিপক্ষে দুই ফরম্যাটের দলে জায়গা পেয়েছেন মাহমুদুল্লাহ।
একমাত্র নতুন মুখ হিসেবে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন অফ-স্পিনার আলিস আল ইসলাম।
বাঁ-চোখে দৃষ্টিজনিত সমস্যার ভুগছেন সাকিব। শ্রীলংকার বিপক্ষে সিরিজে খেলার নিশ্চয়তা দিতে না পারাই তার বাদ পড়ার প্রধান কারণ।
একদিন আগে সাকিবের পরিবর্তে টাইগাদের সব ফরম্যাটের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল (সোমবার) পরিচালকদের বৈঠকের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা সাকিবের সাথে কথা বলেছি এবং গতকাল পর্যন্ত তিনি বলেছিলেন এখনও তার দৃষ্টিজনিত সমস্যার সমাধান হয়নি। যেহেতু শ্রীলংকা সিরিজ সামনে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এবং এরপর বিশ্বকাপ রয়েছে, এজন্য শ্ন্তাকে অধিনায়ক ঘোষণা করা হয়েছে। সাকিব সবসময়ই আমাদের প্রথম পছন্দ। কিন্তু সমস্যা হল তার দৃষ্টিজনিত সমস্যার কারণে তাকে পাওয়া নিয়ে শংকা রয়েছে।’
এখনও আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি আগে থেকেই দলের বাইরে থাকা তামিম। কেন্দ্রীয় চুক্তিতেও নেই তামিম। যা আন্তর্জাতিক ক্রিকেটে তার ভবিষ্যত শেষ হওয়ার ইঙ্গিত দেয়।
আসন্ন শ্রীলংকা সিরিজটি হবে এ বছর বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট। দুই টেস্ট, তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী পহেলা মার্চ বাংলাদেশে আসবে শ্রীলংকা।
টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও শ্রীলংকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে- ৪, ৬ এবং ৯ মার্চ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে- ১৩, ১৫ ও ১৮ মার্চ।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান, মাহমুদুল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, আলিস আল ইসলাম।
বাংলাদেশ ওয়ানডে দল (প্রথম ও দ্বিতীয় ওয়ানডের জন্য) : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ জিতেছে। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারার পর টানা জিতে চলেছিল ভারত। তবে বড় প্রতিপক্ষ হিসেবে হাজির হলেও বাংলাদেশ তার শক্তিশালী ব্যাটিং ও বোলিংয়ের মাধ্যমে ভারতের দাপটকে ভেঙে দিয়েছে। ফাইনালে বাংলাদেশ ১৯৮ রান তুলে ভারতকে ১৩৯ রানে গুটিয়ে দেয়।
বাংলাদেশের ইনিংসে শিহাব জেমস (৪০) ও রিজান হোসেন (৪৭)-এর গুরুত্বপূর্ণ ইনিংস ছিল। উইকেটকিপার ফরিদ হাসানও ৩৯ রান করে দলের স্কোর বাড়াতে সহায়তা করেন। বাংলাদেশ দলের পেসাররা, বিশেষ করে ইকবাল হোসেন ইমন (১৩ উইকেট) ও আল ফাহাদ (১২ উইকেট), পুরো টুর্নামেন্টে দাপট দেখিয়েছেন। ফাইনালে ইমন তিনটি উইকেট নিয়ে ভারতের ব্যাটিংয়ের ভিত গুঁড়িয়ে দেন।
ভারতের পক্ষে কোনো ব্যাটসম্যান ৩০ রান পেরোতে পারেননি। ১৩৯ রানেই ভারত শেষ হয়ে যায়।
এশিয়া কাপের ইতিহাসে এটি বাংলাদেশের দ্বিতীয় শিরোপা। গত বছর বাংলাদেশ প্রথমবারের মতো শিরোপা জিতেছিল।
জাঁকজকমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ইয়ং টাইগার্স অনূর্দ্ধ-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট-২৪-২৫ (বিভাগীয় পর্যায়) উদ্বোধন করা হয়। রোববার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, জেলা ক্রিকেট কোচ রোকনুজ্জামান রাহাত প্রমুখ।
উদ্বোধনী খেলায় পঞ্চগড় জেলা টিম জয়লাভ করে। ৫০ ওভারের খেলায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পঞ্চগড় টিম। ব্যাটিংয়ে লালমনিরহাট টিম ২০ ওভার ৩ বল খেলে ১০ উইকেটে ৫২ রান করে। জবাবে পঞ্চগড় জেলা টিম ১৭ ওভার ২ বল খেলেই ৩ উইকেটেই জয় নিশ্চিত করে ৭ উইকেটে জয়লাভ করে।
উল্লেখ্য, টুর্নামেন্টটি বিভাগীয় ২টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঠাকুরগাঁও ভেন্যুতে মোট ৪টি টিম অংশগ্রহণ করছে। টিমগুলো হলো পঞ্চগড়, লালমনিরহাট, দিনাজপুর ও নীলফামারী টিম। অপরদিকে লালমনিরহাট ভেন্যুতে ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম টিম অংশগ্রহণ করছে।