নির্বাচন

নির্বাচন

মন্ত্রিসভার প্রথম বৈঠকে যা থাকছে

নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক সোমবার (১৫ জানুয়ারি)। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন।
সংবিধান অনুযায়ী, নতুন বছরে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
রীতি অনুযায়ী, প্রথম আনুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মন্ত্রিসভার পক্ষ থেকে অভিনন্দন জানানো হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার এমন এক সময় দায়িত্ব নিচ্ছে যখন বিশ্ব মন্দার চ্যালেঞ্জ মোকাবিলাই মুখ্য হয়ে উঠছে। এজন্য নতুন মন্ত্রিসভার সদস্যদের আগামীর পথচলার দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিসভার আলোচ্য বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব।
বৈশ্বিক মন্দা, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাজনৈতিক উত্তাপ- সব মিলে সরকারকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ৭ জানুয়ারি নির্বাচন শেষে গত ১১ জানুয়ারি শপথ নিয়েছে নতুন মন্ত্রিসভা। এবারের মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন ৩৬ জন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী। এরই মধ্যে তাদের দপ্তর বণ্টন করা হয়েছে। অভিজ্ঞতা, দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন এমন ব্যক্তিদের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। পাশাপাশি বেশ ছোট হয়েছে এ মন্ত্রিসভা।
শপথ নিয়ে রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বুঝে নেওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি এবং শুভেচ্ছা বিনিময় করে প্রথম দিন পার করেছেন তারা।
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ে প্রথম দিনে অফিস করে সরকারের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভোগ্যপণ্য আমদানিকারকরা কারসাজি করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ, অর্থনীতির সংকট কাটিয়ে উঠা, কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ বিভিন্ন বাধা কাটিয়ে চ্যালেঞ্জ মোকাবিলার দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি চলমান কাজগুলো শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিষয়:
পরবর্তী খবর

মহাদেবপুরে মাসুদুর রহমান চেয়ারম্যান নির্বাচিত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁ মহাদেবপুর উপজেলায় চতুর্থ ধাপের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে মোঃ মাসুদুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বুধবার (৫ জুন) চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত উপজেলা পরিষদ নির্বাচন সকাল আটটা হইতে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। এতে মোট বৈধ ভোটের সংখ্যা ৯০ হাজার ৩৭৭ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৬৫১। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯৪ ০১৮। প্রদত্ত ভোটের শতকরা হার ৩৭.৫১% ।

কাস্টিং ভোটের মধ্যে মোহাম্মদ মাসুদুর রহমান আনারস মার্কায় ৪১ হাজার ৮৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোসাম্মাৎ আয়েশা বেগম দোয়াত কলম মার্কায় ২৭৩৫ ভোট পেয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আল মামুন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

পরবর্তী খবর

উপজেলা নির্বাচন

সাতক্ষীরা সদরে বাবু ও কলারোয়ায় লাল্টু চেয়ারম্যান নির্বাচিত

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মশিউর রহমান বাবু (লাঙ্গল) ও আমিনুল ইসলাম লাল্টু (ঘোড়া) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৯ মে) রাতে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার রির্টানিং অফিস থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

বেসরকারিভাবে নির্বাচিতদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু ৩১ হাজার ১৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোটরসাইকেল প্রতিকের প্রার্থী আওয়ামী লীগ নেতা এস এম শওকত হোসেন পেয়েছেন ২৩ হাজার ৪২ ভোট। এ উপজেলায় আগে থেকেই বিনা প্রতিদ্বন্দিতায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শামস ইশতিয়াক শোভন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কহিনুর ইসলাম নির্বাচিত হয়েছেন।

এদিকে, কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টু ৪৭ হাজার ৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী আলতাফ হোসেন লাল্টু পেয়েছেন ৪২ হাজার ৭৪১ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইমরান হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আনোয়ার ময়না নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত